এক বুথে দুই ঘণ্টায় ১১ ভোট !

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২০, ১১:৫২| আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১২:০৩
অ- অ+

সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোর মতো ঢাকা-১৮ আসনের উপনির্বাচনেও সকাল থেকে ভোটারদের তেমন দেখা নেই। ফলে ভোটগ্রহণের হারও অনেক কম। কোথাও কোথাও দুই ঘণ্টায় ৫ থেকে ১০টি ভোট পড়েছে এমন চিত্রও দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৮টার পর থেকে ১০টি কেন্দ্র ঘুরে কোথাও ভোটারদের কোনো লাইন নজরে পড়েনি। তবে সুষ্ঠু ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সব কেন্দ্রেই তৎপর দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, খিলক্ষেত কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে দুই ঘণ্টায় ৪৫০ ভোটের মধ্যে ১১জন ভোট দিয়েছেন।

দক্ষিণখানের আমজাদ স্মৃতি বিদ্যা নিকেতন কেন্দ্রে ৩২শ ভোটের মধ্যে ১১টা পর্যন্ত শূন্য দশমিক ৫ ভাগ ভোট পড়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রতি ঘণ্টায় কমিশনে আপডেট জানাচ্ছি।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার। অন্যদিকে সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/বিইউ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা