রাজধানীতে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৪:৫৯| আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৬:৩৬
অ- অ+

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার।

মঙ্গলবার রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি সিপিইউ ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা পরিচালনা চালিয়ে আসছিল।

এদিকে গত ১৮ নভেম্বর এটিইউয়ের অভিযানে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করে। এরপর তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সারকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএস/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা