ঢাকা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৫:৪৭| আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৬:০১
অ- অ+

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। তিনি বর্তমান চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন।

অধ্যাপক নেহাল আহমেদ ঢাকাটাইমসকে বলেন, ‘আমার বদলির আদেশ এসেছে। ঢাকা বোর্ডে যাচ্ছি চেয়ারম্যান হিসেবে।’

করোনার সময়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।

অধ্যাপক নেহাল ইংরেজি সাহিত্যের শিক্ষক। তিনি ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/টিএটি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা