সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা পাবেন অভিনয়শিল্পীরা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১২:৩৯| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১২:৫০
অ- অ+

চলচ্চিত্র শিল্পীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের ঘোষণা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড়ও দেবে হাসপাতালটি। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এই ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি বিএফডিসিতে এ বিষয়ে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই চুক্তি সম্পাদিত হয়।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, জেসমিন প্রমুখ।

ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী বলেন, ‘চলচ্চিত্র শিল্পীরা এখন থেকে সর্বোচ্চ ছাড়ে আমাদের হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। করোনাকালীন সেবাসহ সব ধরনের চিকিৎসা সুবিধা তাদের দেয়া হবে।’

চুক্তি প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমাদেরকে প্রায়ই শুনতে হয়, শিল্পীরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। তারা অর্থের অভাবে ভুগছেন। একজন শিল্পীর জন্য এটা অপমানের বলে আমি মনে করি। শিল্পীদের এমন অসহায়ত্ব আর দেখতে চাই না। তাই এই উদ্যোগ নেয়া হয়েছে।’

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
পরীক্ষায় নকলের শাস্তি চার বছরের নিষেধাজ্ঞা: জাতীয় বিশ্ববিদ্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা