মায়ের হত্যাকারী বাবাকে পুলিশে দিল ছেলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১, ১৭:৪০
অ- অ+

রাজধানীর মিরপুরের পল্লবী থানার কালশীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী রবিউল হোসেনকে পুলিশে দিয়েছে তার ছেলে।

সোমবার সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন মিরপুর পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ কামাল।

তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। গ্রেপ্তার রবিউল পেশায় দিনমজুর। রবিউল বিভিন্ন কারণে তার স্ত্রীকে সন্দেহ করতেন। এর বাইরে তেমন কিছু জানা যায়নি। তাদের দুটি ছেলে রয়েছে।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উত্তর কালশীর সিরামিক কারখানায় সেলিনা খাতুনের সঙ্গে তার স্বামী রবিউল হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রবিউল হোসেন তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের বড় ছেলে রবিউলকে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে রবিউলকে থানায় নিয়ে যায়।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এআর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা