বইমেলা নিয়ে বাংলা একাডেমির সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:৫১
অ- অ+

মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে ঝুলে যাওয়া বাংলা একাডেমির অমর একুশে বইমেলা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে বাংলা একাডেমি।

আজ রবিবার দুপুর ২টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এই সংবাদ সম্মেলন হবে।

বাংলা একাডেমি জানিয়েছে, এই সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী উপস্থিত থাকবেন।

প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বাঙালির প্রাণের মেলা হয়ে ওঠা এই মেলা এবার করোনাভাইরাসের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। ফেব্রুয়ারি মাসে মেলা হচ্ছে না এটা একাডেমির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। প্রকাশকদের দুটি সংগঠন চাচ্ছে মার্চে অন্তত এই মেলার আয়োজন করতে। এ ব্যাপারে তারা বাংলা একাডেমির মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদনও করেছে। ধারণা করা হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনে বইমেলা নিয়ে সিদ্ধান্ত আসবে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা