কালকিনিতে নৌকার মেয়র প্রার্থী হানিফের নির্বাচনী প্রচারণা শুরু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১০:৪৩| আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১০:৫৯
অ- অ+
মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবাহান গোলা‌পের বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচার শুরু করেছেন হানিফ

আসন্ন কাল‌কি‌নি পৌরসভ‌া নির্বাচ‌নে এস এম হা‌নিফ আওয়ামী লী‌গ থে‌কে ম‌নোনয়ন পেয়েছে। মনোনয়ন পাওয়ার পর তার নির্বাচনী এলাকার ভোটারদের দোয়া নিয়ে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। শনিবার বিকালে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলা‌পের বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচার শুরু করেছেন হানিফ।

এর আগে কালকিনিতে নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন এই মেয়র প্রার্থী। এ সময় সড়‌কের দুই পা‌শে হাজারও উৎসুক জনতা ফু‌লের মালা দি‌য়ে হানিফকে স্বাগত জানায়।

পরে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন হানিফ। ভাষণে তিনি পৌরসভার ভোটারদের কাছে সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন, কাল‌কি‌নি উপ‌জেলা চেয়ারমান মীর গোলাম ফারুক, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান তৌ‌ফিকুজ্জামান শা‌হীন, , উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি আওলাদ হো‌সেন মাস্টার, কেন্দ্রীয় কৃষকলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক শা‌কিলুর রহমান সোহাগ তালুগদার, পৌর আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট আবুল বাশার,উপ‌জেলা আওয়ামী লীগের সহ-সভাপ‌তি কাজী হেমা‌য়েত উদ্দিন হিমু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক অ্যাড‌ভো‌কেট ওবায়দুর রহমান সো‌হেল তালুকদার,কেন্দ্রীয় ক‌মি‌টির সা‌বেক সহ-সম্পাদক অ্যাড‌ভো‌কেট ফয়সাল আহ‌মেদ রিয়াদ,উপ‌জেলা আওয়ামী লী‌গের প্রচার সম্পাদক মো. শাহজালাল হাওলাদার, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ম‌নির হাওলাদার,পৌরসভা সভাপ‌তি জাপান মোল্লা, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ব‌দিউজ্জামান বাক‌া‌মিন খান, সাধারণ সম্পাদক শা‌হীন ফ‌কির প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/প্রতিনিধি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা