৪৭ এও ফিট, সকালের নাস্তায় কী খান মালাইকা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২১, ০৯:৩৬
অ- অ+

বলিউডের অভিনেত্রীদের মধ্যে মালাইকা অরোরা অন্যতম। বয়স বাড়লেও তার সৌন্দর্যে ভাটা পড়েনি। ৪৭ বছর বয়সেও ফিটনেসের সঙ্গে কোনো আপোষ করেন না অভিনেত্রী। এখনও কোনোরকম বাধা ছাড়াই অবলীলায় শরীরী হিল্লোলে উষ্ণতা ছড়ান অভিনেত্রী।

কিন্তু এই বয়সেও কি করে এত ফিট তিনি? আরবাজ খানের সাবেক স্ত্রী ব্রেকফাস্টে কীসের উপর ভরসা করেন বলুন তো? ইডলি, পোহা, উপমার ওপরই নির্ভর করেন মালাইকা।

ভারতের দক্ষিণী কন্যা হওয়ায় মূলত দক্ষিণ ভারতের খাবার দিয়েই ব্রেকফাস্ট সেরে ফেলেন মালাইকা। শরীরের দিকে নজর রাখতে সকলকে যোগব্যায়াম করার কথা বলেন তিনি। নিজেকে ফিট রাখতে যোগাসনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা তুলে ধরেন অভিনেত্রী।

অবশ্যই এর পেছনে রয়েছে নিয়মিত শরীরচর্চা, জিমে গিয়ে নানারকম এক্সারসাইজ এবং যোগাসন। তবে শুধু শরীর চর্চা নয়। খাওয়া-দাওয়া অর্থাৎ ডায়েটেও রয়েছে কিছু নিয়ম কানুন।

কী কী খান মালাইকা? তার সৌন্দর্যের পিছনের রহস্য ঠিক কী? সকালে উঠে কিউই এবং ড্রাগন ফলের রস পান করেন। দু'টোর মধ্যেই ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন রয়েছে। যা প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের জন্য আশ্চর্য কাজ করে।

কিউই এর মধ্যে ভিটামিন এ, কে এবং বিসিক্স এর একটি দুর্দান্ত উৎস। ফলের রসের পাশপাশি ডিমও নিয়ে থাকেন। যদি আপনিও মালাইকার সর্বশেষ প্রাতঃরাশের অনুপ্রেরণা থেকে অনুপ্রাণিত হন তবে ঘরে বসে এটি তৈরি করুন ৫টি ব্রেকফাস্ট-ওটমিল পোহা, সয়া পোহা, রেড রাইস পোহা ও পোহা।

ঘুম থেকে উঠে চা বা কফি খান না মালাইকা। তার পরিবর্তে এক কাপ গরম জলে লেবু ও মধু মিশিয়ে পান করেন তিনি। তারপরই ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে পোহা, অথবা ইডলি, অথবা মাল্টিগ্রেইন পাউরুটি খান। সঙ্গে থাকে একটি ডিমের সাদা অংশ এবং এক বাটি ফল।

তবে খাবার না খেয়ে খালি পেটে থেকে ডায়েট করাতে বিশ্বাসী নন মালাইকা অরোরা। বরং প্রয়োজনীয় খাবার খেয়ে শরীর চর্চার মাধ্যমে নিজেকে ফিট রাখতে পছন্দ করেন তিনি।

ঢাকা টাইমস/১৮জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা