টুইটারের সিইওকে কঙ্গনার কড়া হুমকি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৫:৫৫
অ- অ+

সাইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজটি নিয়ে ভারতেুজড়ে বিতর্ক চলছেই। সেই আগুনে ঘি ঢেলেছিল বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের টুইট। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্টটি ইতোমধ্যে সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তাতে ক্ষিপ্ত হয়ে কঙ্গনা পাল্টা আক্রমণ শানিয়েছেন টুইটারের সিইও জ্যাক ডোরসের প্রতি। বলেছেন, ‘তোমাদের বেঁচে থাকা দুষ্কর করে দেব।’

টুইটে কঙ্গনা লিখেছিলেন, শুধু হিন্দু ভাবাবেগে নয়, দর্শকদের উপর অত্যাচারও করা হচ্ছে। এমনকি ‘তাণ্ডব’-এর নির্মাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানিয়েছিলেন তিনি। অন্য একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘ভগবান কৃষ্ণও শিশুপালের ৯৯টি ভুল ক্ষমা করে দিয়েছিলেন। প্রথমে শান্তি, তারপর ক্রান্তি। এবার ওদের মাথা কেটে নেয়ার সময় এসেছে।’

এখানেও থামেননি অভিনেত্রী। আরও একটি টুইটে তিনি লেখেন, ‘যে স্বাধীনচেতাগণ মায়ের কোলে ভয়ে লুকিয়ে কাঁদছেন, তারা শুনুন। আমি তোমাদের মাথা কাটার কথা বলিনি। আমিও জানি পোকামাকড় মারার জন্য কীটনাশকের প্রয়োজন হয়।’

যদিও পরে কঙ্গনা টুইটটি মুছে দেন। তবে নায়িকার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন নেটিজেনদের একাংশ। একাধিক অভিযোগের পরই টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে কঙ্গনারর টুইটার হ্যান্ডেলে সাময়িকভাবে লাগাম পরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা