বর্ষসেরা পুরস্কারে হ্যাটট্রিক করলেন ম্যাক্সওয়েল

খেলা ডেস্ক, ঢাকাইটামস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৬:০৭| আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:১০
অ- অ+

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আজ বর্ষসেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। তাদের প্রকাশিত তালিকায় বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতেই বর্ষসেরা পুরস্কারে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে পরপর দুবার টি-টোয়েন্টিতে বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন তিনি।

আইপিএলে দল হারানোর খবর পেয়ে হয়তো কিছুটা মন খারাপ হয়েছিল ম্যাক্সওয়েলের। কিন্তু সেই মনঃকষ্টটা এখন আর আছে বলে মনে হয় না। কারণ ইতোমধ্যে সুখবর পেয়েই গিয়েছেন তিনি।

২০২০ সালে সারাবছর মিলে খেলা হয়েছে মাত্র ৪৪টি ওয়ানডে। তবু এর মধ্য থেকেই ব্যাটিংয়ে সেরার পুরস্কার জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে নেমে ৯০ বলে ১০৮ রানের ইনিংস খেলার সুবাদে এটি জিতেছেন তিনি। এদিকে বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার পেয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি।

এছাড়া টেস্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন আজিঙ্কা রাহানে, বোলার জস হ্যাজলউড। টি-টোয়েন্টিতে সেরা ব্যাটসম্যান এবং বোলার যথাক্রমে অ্যারন ফিঞ্চ এবং লকি ফার্গুসন। আর অভিষিক্ত বর্ষসেরা ক্রিকেটার জেমিসন।

এদিকে নারী সেরা ব্যাটসম্যান অ্যালিসা হিলি এবং সেরা বোলার ভারতের পুনম যাদব।

ঢাকাটাইমস/২১জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা