ভারতে পাচারকালে ৩৬ ফ্রন্টেড হাঁস জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৭

ভারতে পাচারের সময় ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস জব্দ করেছে পুলিশ। পাচারের সাথে জড়িত তিন যুবককে আটক করা হয়। শুক্রবার সকালে গোপন সংবাদে বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপুর এলাকায় অভিযান চালিয়ে এসব হাঁস উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।

আটকরা হলেন- মাগুরা সদরের বগিয়া এলাকার শেখ রাসেল ও বালিয়াডাঙ্গা এলাকার রাজ্জাক হাসান এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা এলাকার রুবেল হোসেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, পিকআপভ্যানে করে পাখিগুলো পাচারের সময় সদর উপজেলার তেলিধান্যপুর এলাকায় একটি পিকআপে অভিযান চালিয়ে ৩৬টি গ্রিনল্যান্ডের সাদা ফ্রন্টেড হাঁস উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটকরা অবৈধপথে ঢাকা হতে হাঁসগুলো সংগ্রহ করে যশোরের বাগআঁচড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ ব্যপারে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :