যশোরে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১২
অ- অ+

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে নমুনা পরীক্ষায় নতুন করে ১৯টি করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গেল রাতে তাদের ল্যাবে মোট ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোর জেলার ১১৩টি, মাগুরার ৬৬ এবং ঝিনাইদহের দুটি নমুনা ছিল। প্রাপ্ত ফলাফলে যশোরের ১৯ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। আর মাগুরা ও ঝিনাইদহের সবগুলো নমুনার নেগেটিভ রিপোর্ট এসেছে। গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এসব নমুনা বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছিল বলে জানান ড. শিরিন নিগার।

এদিকে, স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, গত রবিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৭৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে চার হাজার ৫৮৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা