পায়েল গেলেন বিজেপিতে

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে টলিউড তারকাদের দলবদলের ধারাবাহিকতায় অভিনেত্রী পায়েল সরকার যোগ দিলেন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিতে। বৃহস্পতিবার জেপি নাড্ডার উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন এই নায়িকা।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে দল বদলের পালা অব্যাহত থাকলো পায়েলের গেরুয়া শিবিরে যোগদানের মধ্য দিয়ে। পায়েল ছাড়াও ইতোমধ্যে এই দলে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত ও চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়।
এদিকে, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেসে নাম লেখান অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালি দে ও জুন মালিয়াসহ একঝাঁক তারকা। এদিন তৃণমূলে যোগ দেন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারিও।
কোনো নির্বাচনকে সামনে রেখে টলিউড তারকাদের এই দলবদল অতীতের সব রেকর্ডকে এরইমধ্যে ছাড়িয়ে গেছে। সামনে আরও কোন কোন তারকা কোন কোন দলে নাম লেখান সেটাই দেখার। আপাতত তাদের দলবদলে রাজ্য-রাজনীতি দুটোই বেশ উত্তপ্ত।
ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এএইচ

মন্তব্য করুন