স্মার্টওয়াচ আনছে মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ১৩:৫০
অ- অ+

স্মার্টফোন, স্মার্ট স্পিকারের পর এবার স্মার্টওয়াচ আনছে মটোরোলা। বাজেটের কথা মাথাতে রেখে নিয়ে আসা হয়েছে একাধিক ফিচারের ওয়াচ।

মনে করা হচ্ছে এই স্মার্ট ওয়াচ লঞ্চ করা হবে এই বছরের শেষের দিকে।

এক টুইটার ইউজারের তরফে এই সিরিজের ছবি ফাঁস হয়ে যাওয়াতে বিষয়টি সামনে এসেছে। এই স্মার্ট ওয়াচে থাকবে স্কোয়ার ডায়ালের সুবিধা। এছাড়াও রয়েছে অন্যান্য ফিচারের সুবিধা। তবে এই বিষয়ে অফিসিয়াল কোন তথ্য সামনে আসে নি। তবে অনুমান করা হচ্ছে এই সিরিজ লঞ্চ করা হবে জুন মাসে।

এই স্মার্ট ওয়াচে রয়েছে একাধিক মোডের সুবিধা। যার ফলে সুবিধা হবে সাধারণ মানুষের। নিজেদের প্রয়োজন মত মোড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। বিগত কয়েক বছরে সাধারণ মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে মটো। আর সেই কারণেই মনে করা হচ্ছে এই নতুন সিরিজ লঞ্চ করা হলে সুবিধা হবে সাধারণ মানুষের।

(ঢাকাটাইমস/১মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় গরু চুরির হিড়িক, সর্বস্বান্ত হচ্ছেন কৃষক ও খামারিরা
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবের সাক্ষাৎ
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা