মা হচ্ছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১২:১০
অ- অ+

বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল মা হতে চলেছেন। বৃহস্পতিবার সকালে নিজের ইনস্টাগ্রামে তিনি শেয়ার করেছেন বেবি বাম্পের ছবি। সেই ছবির ক্যাপশনে আগত সন্তানকে ‘শ্রেয়াদিত্য’ বলে সম্মোধন করেছেন গায়িকা। শেয়ার হতেই ভাইরাল শ্রেয়ার ওই ছবি।

জীবনের খুশির এই খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে রোমাঞ্চিত শ্রেয়া ও তার স্বামী শিলাদিত্য। পাশাপাশি জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। জীবনের এই নয়া পর্যায়ে প্রত্যেকে যাতে তাদের পাশে থাকেন এবং আশীর্বাদ জানান, সেই প্রার্থনাও করেন শ্রেয়া।

প্রসঙ্গত, ছোটবেলার বন্ধু শিলাদিত্যের সঙ্গে বিয়ের ৬ বছর পর নতুন অতিথি আসতে চলেছে শ্রেয়া ঘোষালের ঘরে। এই সুখবর পাওয়ার পর অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। বাঙালি গায়িকার সোশ্যাল হ্যান্ডেল ভরে যায় ভালোবাসা এবং শুভ কামনায়।

ঢাকাটাইমস/০৪মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা