ফিলিস্তিনে যুদ্ধাপরাধ তদন্তে মার্কিন বিরোধীতার নিন্দা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ২২:৩১
অ- অ+

যুদ্ধাপরাধের তদন্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, আমেরিকা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র তদন্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে কার্যত ইসরাইলের সঙ্গে নিজেকেও অপরাধী হিসেবে তুলে ধরেছে।

হামাস মুখপাত্র আরও বলেন, তদন্তের বিরোধিতা করার কারণে ইসরাইল নিজেকে যেকোনো আইনের ঊর্ধ্বে বলে মনে করবে এবং নির্দ্বিধায় অপরাধ চালিয়ে যাওয়ার সাহস পাবে। এর ফলে এ ধরণের অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রও দায়ী থাকবে।

ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যে তদন্তের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধেই থাকবে বলে ওয়াশিংটন ঘোষণা করার পর এই প্রতিক্রিয়া দেখাল হামাস।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে বলেছেন, বাইডেন প্রশাসনও ইসরাইলি অপরাধ তদন্তের বিরোধিতা অব্যাহত রাখবে।

আইসিসির কৌঁসুলি ফাতৌ বেনসৌদা ফিলিস্তিন ভূখণ্ডে সম্ভাব্য যুদ্ধাপরাধ খতিয়ে দেখতে তদন্ত শুরু হতে যাচ্ছে বলে জানানোর পরপরই ফোন করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

২০১৯ সালের ডিসেম্বরে বেনসৌদা বলেছিলেন, প্রাথমিক অনুসন্ধানে পশ্চিম তীর ও গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার তথ্য-উপাত্ত মিলেছে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরাইল প্রতিষ্ঠার পর দখলদারেরা এ পর্যন্ত বহু মানুষকে নির্মমভাবে হত্যা করেছে।

(ঢাকাটাইমস/০৬মার্চ/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা