ফরিদপুরে জমকালো আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি

ফরিদপর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৬:২৫ | প্রকাশিত : ১৮ মার্চ ২০২১, ১৬:১৫

ফরিদপুরে জমকালো আয়োজনে স্বাধীনতার সুবর্নজয়ন্তী অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘স্বাধীনতার সুবর্নজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন আমাদের জন্য এক বিরাট প্রাপ্তি ও গর্বের উপহার। আমরা সৌভাগ্যবান যে এই সুবর্নজয়ন্তীর সময়কাল দেখে যেতে পারছি। আগামীতে স্বাধীনতার রজতজয়ন্তী কিংবা শতবর্ষ পূর্তি দেখার সৌভাগ্য হবে কিনা, সেসসময়ে আমরা বেঁচে থাকবো কিনা সেটি জানা নেই কারো।’

‘তাই আমাদের মাঝে স্বাধীনতার এই সুবর্নজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে চাই। আমরা চাই আমাদের এই আয়োজনে দেশের সকল শ্রেণির মানুষ যেনো সম্পৃক্ত হয়। দেশের প্রতিটি মানুষ যেনো তাদের নিজ নিজ অবস্থান হতে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে যথেষ্ট ভূমিকা রাখেন।’ জেলা প্রশাসক বলেন।

সভায় জেলার সরকারি-বেসরকারি কার্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত হয়। এজন্য সবাইকে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালন ও সবাইকে সম্পৃক্ত করারও অনুরোধ জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক রিজভি জামান, আসমা আক্তার মুক্তসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুনে নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :