ভারতে সংক্রমণের রেকর্ড, একদিনে সোয়া ১ লাখ শনাক্ত

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে সংক্রমণের হার ব্যাপক বেড়েছে। হাসপাতালগুলো ভ্যাকসিন ঘাটতির অভিযোগ করে যুবকদের মধ্যে টিকা বাড়ানো দাবি জানাচ্ছে। ভারত সরকার বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী চার সপ্তাহকে ‘অত্যন্ত সংকটজনক’ সময় হিসেবে ঘোষণা করেছে।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৬৮৫ জন। ভারতে মোট মারা গেছেন এক লাখ ৬৬ হাজার ৮৬২ জন।
সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে তৃতীয়। দেশটিতে সর্বমোট এক কোটি ২৯ লাখ ২৮ হাজার ৫৭৪ জন শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৯ হাজার ২৫৮ জন। মোট সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও উত্তর প্রদেশ। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ৯০৭ জন। ভারতে করোনার সংক্রমণ শুরুর পর থেকে এটিই মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ শনাক্ত।
ভারতে এখন পর্যন্ত নয় কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলেও এনডিটিভি প্রতিবেদনে জানানো হয়েছে।
জন হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ২৮৬ জন এবং মারা গেছেন ২৮ লাখ ৮৬ হাজার ৫৮৬ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন সাত কোটি ৫৬ লাখ ছয় হাজার ৯২০ জন।
(ঢাকাটাইমস/০৮এপ্রিল/কেআই)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

সহিংস বিক্ষোভের পর কট্টরপন্থি দল নিষিদ্ধ করছে পাকিস্তান

ডাচ এমপির ইসলাম বিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ তুরস্ক

আমিরাতে কাছে ৩০০ কোটি ডলারের অস্ত্র বিকি করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় বিক্ষোভ অব্যাহত

মিশরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

ইসরাইলের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

সেই জাহাজ বাজেয়াপ্ত, ৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি

করোনায় আক্রান্ত যোগী আদিত্যনাথ

সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে ন্যাটোও
