মাস্ক না পরলেই পেটাতে হবে, সে যে-ই হোক

নুনা আফরোজ
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৪:৫৮

আমাদের দেশে তো কেউ খাবার ক্লেইম করলেই তো সবার বাড়ি বাড়ি খাবার পৌঁছে যাবে না বা একাউন্টেও টাকা চলে আসবে না।আমাদের দেশে সব,সবকিছু বন্ধ রাখলে অনেক মানুষই না খেয়ে মরবে।আর কটা দেশইবা পারছে সবকিছু বন্ধ রাখতে।

তবে হ্যা আমাদের দেশে যা যা লকডাউনের আওতাধীন সেটাও যদি সঠিক ভাবে মানা হতো তাহলেও অনেকটা কন্ট্রোল হতো। কিন্ত কেউ মানছে না,মানানোর জন্য সরকারের অনেক বেশি কঠিন এবং কঠোর পদক্ষেপ নেয়া উচিৎ। তবে এ কথাও ঠিক এই মূহুর্তে পরিস্থিতি সামাল দেবার জন্য ১/২ সপ্তাহের একটা কঠোর লকডাউন দেয়া উচিৎ।

পৃথিবীর কোন কোন দেশে সব সবকিছু বন্ধ রেখে লকডাউন হয়েছে? সেটা কি সম্ভব নাকি উচিৎ? একটা কাজ বরং করতে পারে সরকার বা করাই উচিৎ। মাস্ক পরে বের না হলে এবং দুরত্ব বজায় না রেখে চললে তাদেরকে তখনই পেটানো হবে, সে যে-ই হোক। তাহলে হয়ত আমাদের মতো অশিক্ষিত মানুষগুলো বাধ্য হয়ে সচেতন হবে।

লেখক: অভিনয়শিল্পী

ঢাকাটাইমস/১২এপ্রিল/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :