বাবার জন্য ক্ষমা চাইলেন খসরুপুত্র ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৪:৪৩| আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৪:৫২
অ- অ+

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মতিন খসরুর নামাজে জানাজা সকাল দশটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নিয়ে খসরুর ছেলে আবদুল মোনেম ওয়াসিফ তার বাবার জন্য সবার কাছে ক্ষমা চান।

সবার উদ্দেশ্যে ওয়াসিফ বলেন, ‘আইনজীবী ও বিচারকগণের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমার বাবার জানাজায় অংশ গ্রহণ করে আন্তরিকতা দেখিয়েছেন, এতে আপনাদের প্রতি আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।’

খসরুপুত্র বলেন, ‘উনি (বাবা) আপনাদের সাথে নিয়ে দেশের জন্য কাজ করে গেছেন। আমার বাবা তার কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। আপনারা আমার বাবার কথা স্মরণ রাখবেন।’

বাবার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে ওয়াসিফ বলেন, ‘আমার বাবার কাছে যদি কারও কোনো পাওনা থাকে, তাহলে আমার চাচা এবং আমরা রয়েছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো ভুল-ত্রুটি থাকলে ছেলে হিসেবে আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।’

জানাজায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ.ম. রেজাউল করিম, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ শত শত আইনজীবী অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মতিন খসরু।

ঢাকাটাইমস/১৫এপ্রিল/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা