পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: ৫ম ধাপের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ০৮:৫৮

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে রাজ্যের ৪৫টি আসনে চলছে ভোট। চতুর্থ ধাপের নির্বাচনে সংঘাত ও প্রাণহানির ঘটনায় এবারের ভোটে নেয়া হয়েছে বাড়তি সর্তকতা।

নির্বাচন কমিশন জানিয়েছে, এ দফার ভোট গ্রহণের জন্য মোট এক হাজার ৭১ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। খবর আনন্দবাজারের

পঞ্চম দফায় কালিঙ্পঙে একটি , দার্জিলিং এ পাঁচটি, জলপাইগুড়িতে সাতটি, উত্তর চব্বিশ পরগনায় ৩৩ টি, নদিয়ায় ১৭ টির মধ্যে আটটি এবং পূর্ব বর্ধমানে ১৬ টির মধ্যে আটটি আসনে ভোট গ্রহণ চলছে। এর আগে চার দফায় একশ ৩৫ টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, এই দফার ভোটগ্রহণের জন্য মোট ১ হাজার ৭১ কোম্পানি আধা সেনা মোতায়েন হয়েছে। এর মধ্যে ভোটের কাজে ব্যবহার হবে ৮৫৩ কোম্পানি। বাকি বাহিনী থাকছে প্রয়োজনে ব্যবহারের জন্য।

এই দফায় নজরকাড়া কেন্দ্র অনেকগুলিই। ভাগ্য নির্ধারণ হবে রাজ্যের মন্ত্রী সুজিত বসু গৌতম দেব, তাপস রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর। ভোট রয়েছে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রর কেন্দ্র কামারহাটিতেও। আর তারকা মুখের মধ্যে শনিবারের ভোটে লড়ছেন অভিনেত্রী বিজেপি প্রার্থী পার্নো মিত্র। তৃণমূলের তারকা প্রার্থী ২ জন। বারাসতে চিরঞ্জিৎ চক্রবর্তী এবং রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি।

ঢাকাটাইমস/১৭এপ্রিল/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :