ইরানের ড্রোন শক্তি নিয়ে উদ্বিগ্ন মার্কিন বিমানবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১৯:০১
অ- অ+

মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর জন্য প্রতিনিয়ত হুমকি হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন পশ্চিম এশিয়ায় নিযুক্ত মার্কিন সেনাবাহিনী কমান্ডার জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেনজি। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই অঞ্চলে ইরানের ড্রোনের কাছে আমেরিকার সেনাবাহিনীর শ্রেষ্ঠত্ব কমে গেছে।

ম্যাকেনজি বলেন, ইরান ছোট ও মধ্যম আকারের ড্রোনগুলোকে ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে। বিভিন্ন অবস্থান শনাক্ত করার পাশাপাশি সেখানে হামলার কাজে ইরান এসব ড্রোন ব্যবহার করছে। ফলে মার্কিন বিমান বাহিনী কোরিয়া যুদ্ধের পর এই প্রথম আকাশে পূর্ণ শ্রেষ্ঠত্ব ছাড়াই কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের ড্রোন শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন কমান্ডার আরও বলেন, যতদিন পর্যন্ত ইরানের ড্রোন শক্তিকে ব্যর্থ করে দেওয়ার ব্যবস্থা হাতে না আসবে ততদিন পর্যন্ত অন্যদের ওপর এ ক্ষেত্রে কর্তৃত্ব করা সম্ভব হবে না। মার্কিন এই কমান্ডার এর আগেও ইরানের ব্যাপক সামরিক সক্ষমতার বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেছেন।

তিনি ইরাকে মার্কিন বিমান ঘাঁটি আইন আল আসাদে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বিস্মিত হয়েছিলেন। এছাড়া তিনি এখনও ইরানের জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধের বিষয়ে আতঙ্কে থাকেন।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা