নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক বরখাস্ত

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২১, ২০:৪৯
অ- অ+

নড়াইল সদর হাসপাতালের ‘ইউজার ফি’ অর্থাৎ বহির্বিভাগ, জরুরি বিভাগ, ভর্তি, প্যাথলজি, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, কেবিন, অ্যাম্বুলেন্স, অপারেশন ও করোনাসহ অন্যান্য ফিয়ের টাকা আত্মসাতের অভিযোগে হিসাবরক্ষক জাহান আরা খানম লাকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ খুলনা অঞ্চলের পরিচালক স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের চিঠিটি বৃহস্পতিবার সকালে আমাদের হাতে এসে পৌঁছায়। এর আগে হিসাবরক্ষক লাকির বিরুদ্ধে গঠিত বিভাগীয় তদন্ত কমিটি ৪৮ লাখ ১৯ হাজার ৮৮২ টাকা আত্মসাতের প্রমাণ পায়। এছাড়া গত ৭ এপ্রিল নড়াইল সদর হাসপাতালের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠিত হয়। এই কমিটিও লাকির বিরুদ্ধে টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের (২০২১) ফেব্রুয়ারি মাস পর্যন্ত হাসপাতালের বিভিন্ন সেবা খাতের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে হিসাবরক্ষক জাহান আরা খানম লাকি তা আত্মসাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লাকির বিরুদ্ধে গত ২৪ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলা দায়ের করেন। লাকির বাড়ি নড়াইল শহরের আলাদাতপুর এলাকায়।

এদিকে, এর আগে নড়াইল সদর হাসপাতালে তৎকালীন হিসাবরক্ষক মাহফুজুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকে দায়েরকৃত মামলা বিচারাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা