করোনায় আক্রান্ত বাবাকে বাঁচাতে পারলেন না সাকারিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ১৫:৫৯
অ- অ+

এবারই প্রথম আইপিএলে দল পেয়েছেন ভারতীয় উদীয়মান পেসার সাকারিয়া। আইপিএল বন্ধ হয়ে যাওয়াই পাওনার কিছু টাকা পেয়েছিলেন তিনি। আর সেই টাকা দিয়েই করোনাক্রান্ত বাবার চিকিৎসা করান রাজস্থান রয়্যালসের এই তারকা। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে বাবা কানজিভাই সাকারিয়াকে বাঁচাতে পারলেন না তিনি।

রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সাকারিয়ার বাবার মৃত্যুর খবর। টুইটারে তারা লিখেছে, ‘মিস্টার কানজিভাই সাকারিয়ার মৃত্যুর খবর জানানো আমাদের জন্য কষ্টের। তিনি আজ (রোববার) করোনার সঙ্গে যুদ্ধে হেরে গেছেন। আমরা চেতন সাকারিয়ার পাশেই আছি। তার পরিবারের এই কঠিন সময়ে সবধরনের সমর্থন দিচ্ছি।’

এবারই প্রথমবারের মতো আইপিএল খেলার সুযোগ পেয়েছেন সাকারিয়া। নিলামে তাকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে রাজস্থান। করোনাভাইরাসের কারণে এবারের আসর স্থগিত হয়ে যাওয়ায় খুশি হতে পারেননি সৌরাষ্ট্রের এ পেসার। কেননা আইপিএল থেকে তার উপার্জিত অর্থ দিয়েই চলছে বাবার চিকিৎসা।

আইপিএল স্থগিত হওয়ার আগে রাজস্থানের হয়ে সাত ম্যাচে ৭টি উইকেট শিকার করেছেন সাকারিয়া।

(ঢাকাটাইমস/০৯মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা