সরকারের সিদ্ধান্তে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২১, ২২:২৪

সরকার ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের বিদেশ নেয়ার আবেদন নাকচ করে দিয়েছে বলে দাবি করেছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের এমন সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ।

রবিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ‘চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসা না পেলে বেগম খালেদা জিয়ার জীবনের ঝুঁকি রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার (খালেদা জিয়া) পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া না দিয়ে ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসনের বিষয়ে সরকারের এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করে দেয়ার নজির আছে। সরকার নজির সৃষ্টি করেছে অসংখ্য। মানবিক নয়, রাজনৈতিক কারণে তিনবারের প্রধানমন্ত্রী তার অবদান অস্বীকার করা যায় না। আর তিনি একজন রাজনৈতিক নেতা তিন তিন বারের প্রধানমন্ত্রী, এদেশে তার অবদান অস্বীকার করা নয়। কিন্তু তার চিকিৎসার জন্য আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপাসরনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে আবেদন করিনি, তার পরিবার আবেদন করেছে। পরিবার সিদ্ধান্ত নেবে তারা কী করবেন।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার সুচিকিৎসার জন্য তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে সাজা স্থগিত করে বাসায় রাখা হয়েছে। কিন্তু তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না।’

সরকার খালেদা জিয়ার বিষয়ে খুব বেশি আন্তরিক নয় বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

(ঢাকাটাইমস/০৯মে/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আ.লীগের যৌথসভা শুক্রবার

উপজেলা নির্বাচনেও জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে: সালাম

প্রাণহানি ছাড়া নির্বাচন, সন্তোষজনক: কাদের

উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করেছে: মেজর হাফিজ

নামে বিরোধী দল, থাকেন সরকারি দলের ভেতরে: চুন্নুকে ব্যারিস্টার সুমন

ফাইভ পার্সেন্ট ডামি সরকার সব অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে: এবি পার্টি

প্রহসনের নির্বাচনে নিজেদের বিজয়ী দাবি করা ব্যক্তিরা নির্লজ্জ: নজরুল ইসলাম 

সীমান্তে হত্যাকাণ্ডের জন্য ভারতকে কড়া হুঁশিয়ারি রাশেদ প্রধানের

ডামি সরকারের আত্মা বিক্রির জন্য সীমান্তে দেশের জনগণের প্রাণ যাচ্ছে: রিজভী

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :