’রোজিনার ওপর আঘাত মানে সাংবাদিক সমাজের ওপর আঘাত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৫:৪২| আপডেট : ১৮ মে ২০২১, ১৫:৪৯
অ- অ+
ফরিদা ইয়াসমিন (ফাইল ছবি)

সরকারি নথি চুরির অভিযোগ এনে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের এবং তাকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। রোজিনার জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমাদের সাংবাদিকদের যে অন্যান্য সংগঠনগুলো আছে তারা সবাই মিলে আমাদের কী করা উচিত, কী করতে হবে তা ঠিক করবো। কারণ আমরা মনে করি, একজন রোজিনা ইসলাম শুধু রোজিনা ইসলামই না, আমাদের সহকর্মী, আমাদেরই বোন এবং একজন রোজিনা ইসলামের ওপর আঘাত মানে সাংবাদিক সমাজের ওপর আঘাত। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে আমরা সেটা চাই।’

প্রেসক্লাব সভাপতি জানান, তারা এ ব্যাপারে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

রোজিনা ইসলামের জামিন না হওয়ায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম যে, আজকে জামিন হয়ে যাবে। কিন্তু হয়নি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইবো কেন জামিন হলো না। কারণ এটা এমন কোনো অপরাধ না যে, জামিন দেয়া যাবে না।’

(ঢাকাটাইমস/১৮মে/আরকে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা