লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২১, ১৫:২৩
অ- অ+

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। এদিন কোম্পানিটি মোট লেনদেন করেছে ১১২ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটি মোট এক কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫১৪টি শেয়ার হাতবদল করে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৩.৭০ টাকা দরে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির মোট এক কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ২৫৫টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৫৫ কোটি আট লাখ ৯৯ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭.৮০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে পাইওনির ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানিটির মোট ২২ লাখ ৫৬ হাজার ৮৫৭টি শেয়ার হাতবদল করে। যার বাজার মূল্য ৪৭ কোটি তিন লাখ ৯৩ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৮.৯০ টাকা।

এছাড়াও তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

(ঢাকাটাইমস/১৪ জুন/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা