দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হলো তাজমহল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২১, ১১:৫৯
অ- অ+

করোনা মহামারির কারণে দুই মাস বন্ধ থাকার পর মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল পর্যেটকদের জন্য খুলে দেয়া হয়েছে। এছাড়াও কুতুব মিনার, স্মৃতিসৌধ ও জাদুঘরও জন্য খুলে দেয়া হয়েছে।

বুধবার থেকে দর্শনার্থীরা এসব স্থাপনা দেখতে যেতে পারছেন। তবে এগুলোতে প্রবেশের জন্য টিকিট করতে হবে অনলাইনে। তাজমহলের দর্শকসংখ্যাও বেঁধে দেয়া হয়েছে। একসঙ্গে ৬৫০ দর্শক ঢুকতে পারবেন সেখানে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থাপনাগুলো আবার খুলে দেয়া সংক্রান্ত একটি আদেশে সাক্ষর করেছেন ভারতের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

এ বিষয় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই) একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, দর্শনার্থীরা তাজমহলের ভেতরে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না।

এএসআইর একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, তাজমহলের পুরো এলাকা দিনে তিনবার জীবাণুমুক্ত করা হবে। এ ছাড়াও দর্শনার্থীদের সবসময় মাস্ক পরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

মুঘল সম্রাট শাহজাহানের তৈরি ১৭ শতকের এই নিদর্শনটি বিশ্বজুড়ে করোনার প্রথম ঢেউ শুরু হলে গত বছরের মার্চ মাসে বন্ধ করে সেপ্টেম্বরে খুলে দেয়া হয়। পরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে চলতি বছরের এপ্রিলে ফের তাজমহল বন্ধ করে দেয়া হয়।

ভারতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৫৭৩ জনের। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৬ লাখ ৩৩ হাজার।

(ঢাকাটাইমস/১৭জুন/কেএমএস/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার এনসিপির পছন্দের ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়েও টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
গাজায় ত্রাণ নিতে আসা ৮৩৮ জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা