রামেক হাসপাতালে আরও ২২ মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২১, ১১:৫০| আপডেট : ২২ জুলাই ২০২১, ১২:৫২
অ- অ+

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। ঈদের দিন বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর‌্যন্ত এই ২২ জনের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় রাজশাহীর ১০ জন, নাটোরের ছয়জন, পাবনার চারজন এবং নওগাঁর দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুজন এবং নাটোরের একজন করে মোট সাতজনের করোনা পজিটিভ ছিল। অন্যদের উপসর্গ ছিল।

তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। গত জুন মাসে মৃত্যু হয়েছে ৪০৫ জনের।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। আর ছাড়পত্র পেয়েছেন নয়জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৪ জন। রোগীদের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা বাড়িয়ে ৫১৩টি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা