করোনায় আক্রান্ত পান্ডিয়া, ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি স্থগিত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২১, ১৯:১৬| আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৯:২৯
অ- অ+

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে রেপিড এন্টিজেন টেস্ট করায় ভারত এবং শ্রীলঙ্কার সকল ক্রিকেটাররা। আর সেখানে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার করোনায় পজেটিভ আসে। এরপরই দ্বিতীয় ম্যাচটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অনেকটা বাধ্য হয়েই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ঝুঁকি এড়াতে পুরো স্কোয়াডেরই আজ (মঙ্গলবার) আবার করোনা টেস্ট করানো হবে। শুধু ভারতীয় ক্রিকেটারদেরই নয়, দুদলের সবারই করোনা টেস্ট করানো হবে। আর তাতে সবার করোনা নেগেটিভ এলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুদল মাঠে নামবে।

উল্লেখ্য, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্বাগতিক শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে সফররত ভারত। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জয় পেয়েছে শিখর ধাওয়ান বাহিনী। আর তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে তারা। বাকি দুই ম্যাচের একটিতে জিততে পারলেই টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিবে সফরকারীরা।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা