মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জামাই-শ্বশুরের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৪:০২| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৪:২৭
অ- অ+
ফাইল ছবি

কি‌শোরগ‌ঞ্জের নিকলী উপজেলায় হাওরে মাছ ধর‌তে গি‌য়ে বজ্রপা‌তে প্রাণ হারিয়েছেন জামাই ও শ্বশুর। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রাম সংলগ্ন বড় হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শহরমূল আউলিয়াভিটা গ্রামের জলহু মিয়া এবং তার ভাতিজি জামাই শফিকুল। শফিকুলের বাড়ি গাছধরহাটি গ্রামে।

বজ্রপাতে আহত মোতালেব ও কামরুলকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রাতে কয়েকজন জেলে নৌকা নিয়ে নিকলী ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার বড় হাওরে বেড়জাল দিয়ে মাছ ধরতে যান। তাদের মধ্যে কেউ নৌকায় আবার কেউ হাওরের পানিতে মাছ ধরতে নামেন। এ সময় বজ্রপাত হলে চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জলহু ও শফিকুলকে মৃত ঘোষণা করেন।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৪আগস্ট/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা