দুই ঘণ্টা পর নিভল রূপগঞ্জের কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ১৫:০৯| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৫:৪৬
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনাইটেড লেদার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ বলেন, ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। এখনো কোথাও আগুন আছে কিনা তা দেখতে কারখানার ভেতরে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কারখানা বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

কোথা থেকে আগুনে সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তল্লাশি শেষে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সেখানে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/৪ আগস্ট/এআর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা