ভিনগ্রহে এলিয়েন খুঁজতে নয়া উদ্যোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৪

ভিনগ্রহে প্রাণী আছে কি নেই তা নিয়ে মানুষের আগ্রহ আজন্মকাল! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিন‌গ্রহে প্রাণ না থাকলেই সেটা হবে সবচেয়ে বেশি বিস্ময়কর ঘটনা। বরং ভিনগ্রহে বা আমাদের সৌরমণ্ডলেরই কোনও না কোনও গ্রহে প্রাণের উদ্ভব আর তার বিকাশই খুব স্বাভাবিক ঘটনা। শুধুই উদ্ভব আর বিকাশ নয়, সেই প্রাণ এখনও টিকে থাকতেই পারে কোনও না কোনও গ্রহে। ব্রহ্মাণ্ডের কোনও না কোনও মুলুকে।

বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ও জনপ্রিয় বিজ্ঞান লেখক কার্ল সাগান তার বইয়ে লিখেছিলেন, ‘ব্রহ্মাণ্ড এতটাই বিশাল যে কল্পনারও অতীত। সাধারণ ভাবে মনে হতেই পারে এর কোনও সীমা, পরিসীমা নেই। নেই কোনও চৌহদ্দিও। সেই ব্রহ্মাণ্ডে যদি প্রাণ শুধু পৃথিবীতেই থাকে, তা হলে প্রাণ সৃষ্টির জন্য কতটা এলাকা নষ্ট করা হয়েছে, ভাবুন তো? ব্রহ্মাণ্ডের কেনই বা এত খামখেয়াল হবে, যার ফলে প্রাণ থাকবে শুধুমাত্র একটি গ্রহে! ব্রহ্মাণ্ডের বিশালত্বের নিরিখে যে পৃথিবী ধূলিকণার চেয়েও ক্ষুদ্র’।

নাসার বিজ্ঞানীদের বক্তব্য, সৌরমণ্ডলেই রয়েছে প্রাণের অস্তিত্ব। তা এখনও টিকে রয়েছে। সেই প্রাণ আমাদের পৃথিবীর চেনা প্রাণের মতো নাও হতে পারে। আবার হতেও পারে। অণুজীবের অস্তিত্ব তো রয়েছেই সৌরমণ্ডলের অন্য কোনও গ্রহে, এমনটাই বিশ্বাস নাসার বিজ্ঞানীদের।

এ বছরের শেষের দিকে মহাকাশে পাঠানো হচ্ছে যে অত্যন্ত শক্তিশালী ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি)’, তা অদূর ভবিষ্যতে আমাদের যাবতীয় সন্দেহ সংশয়ের অবসান ঘটাবে বলেই বিশ্বাস নাসার বিজ্ঞানীদের।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :