আফগান যুবাদের ১৫৬ রানের টার্গেট দিল জুনিয়র টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:২২

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশের যুবারা। ফলে জিততে হলে আফগান অনূর্ধ্ব-১৯ দলকে করতে হবে ১৫৬ রান।

সিরিজের প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। ফলে পঞ্চম ম্যাচটি নিয়ম রক্ষার। এই ম্যাচে রবিবার সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এসএম মেহেরাব।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে দুজন মিলে তুলেন ৪৮ রান। ওপেনিং জুটির পতন ঘটলে রীতিমতো ব্যাটিং বিপর্যয়েই পড়ে মেহেরাব বাহিনী। তবে আবদুল্লাহ আল মামুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৫৫ রানের সম্মানজনক স্কোর পায় বাংলাদেশের যুবারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন মামুন। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার ইফতিকার। এছাড়া নাইমুর ১৬, তাহজিবুল ১৫, গোলাম কিবরিয়া ১৩ এবং মাহফিজুল করেন ১১ রান। বাকিরা সবাই দশের নিচে।

এদিকে আফগান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ বিলাল সামি এবং নানগেওয়ালিয়া খারোতে। এছাড়া দুটি করে উইকেটে পেয়েছেন শহিদুল্লাহ হাসানি এবং নাভিদ।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :