যুক্তরাষ্ট্রে গিয়ে করোনা পজেটিভ দিয়া

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশে ছয়জন আর্চার যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। আর সেখানে গিয়েই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিয়া সিদ্দিকী। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের মিডিয়া কমিটির হেড রফিকুল ইসলাম টিপু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে টিপু বলেন, 'দিয়া সিদ্দিকীর করোনা পজিটিভ এসেছে। আজ(মঙ্গলবার) রাত থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু হবে। কাল দিয়ার আরেকটি টেস্ট আছে। সেখানে নেগেটিভ এলে অংশ নিতে পারবেন। নয়তো তিনি পারবেন না। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন দিয়া। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি।'
বাংলাদেশ থেকে মোট ছয়জন খেলোয়াড় বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গেছেন। ঢাকা ছাড়ার আগে দিয়া সিদ্দিকীসহ ছয়জন আর্চারেরই করোনা পরীক্ষা করা হয়েছিল। সবাই ছিলেন নেগেটিভ। তাই দিয়া করোনা পজিটিভ হওয়ায় অবাক হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি আনিসুর রহমান।
তিনি বলেন, ‘আমরা তো সবাইকে করোনা টেস্ট করেই পাঠিয়েছি। কিন্তু ওখানে গিয়ে কীভাবে ও পজিটিভ হলো বুঝতে পারছি না।’
উল্লেখ্য, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দিয়া ছাড়াও বাংলাদেশের হয়ে খেলবেন রোমান সানা, হাকিম আহমেদ, রামকৃষ্ণ সাহা, অসীম কুমার দাস ও বিউটি রায়। শুধু অসীম কুমার দাসই খেলবেন কম্পাউন্ড ইভেন্টে। বাকি সবাই খেলবেন রিকার্ভে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এমএম)

মন্তব্য করুন