অর্থ আত্মসাৎ: কুষ্টিয়া হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩

সরকারি অর্থের ক্ষতিসাধন ও আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সাবেক তত্ত্বাবধায়কসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার বিষয়টি ঢাকাটাইমসকে জানান সংস্থাটির উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক।

তিনি বলেন, গতকাল (২৩ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়য়ের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন- ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অবসরপ্রাপ্ত সাবেক তত্ত্বাবধায়ক ডা. মো. আবু হাসানুজ্জামান, নিমিউ অ্যান্ড টিসি, মহাখালী এর অবসরপ্রাপ্ত সাবেক অ্যাসিস্টেন্ট রিপিয়ার কাম ট্রেনিং ইঞ্জিনিয়ার এ এইচ এম আব্দুস কুদ্দুস এবং মেসার্স প্যারাগন এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটার মো. জাহেদুল ইসলাম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার জন্য বাজার দরের চেয়ে অধিক দরে কার্যাদেশ দিয়ে মেডিকেল যন্ত্রপাতি সংগ্রহ করে যন্ত্রপাতির মূল্য বাবদ সরকারি অতিরিক্ত এক কোটি ১০ লাখ ৩৫ হাজার ৯৭০ টাকা টাকা উত্তোলন ও আত্মসাৎ করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশে পরিকল্পিতভাবে ২০১৮-১৯ অর্থ বছরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রী সংগ্রহের দরপত্র আহ্বানের পূর্বে মেডিকেল যন্ত্রপাতির বাজারদর যাচাই বা সংগ্রহ না করে ক্রয়াদেশ প্রদান করেন।

দুদকের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রামাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

জুতা রাখা নিয়ে দ্বন্দ্বে ব্যবসায়ী সাবেরকে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিলের অনুমোদন দুদকের

চুরির মামলা তদন্তে নেমে একে একে মিলল ৫ অস্ত্র

শিল্পী পরিচয়ে ভয়ংকর মাদক কারবারে গায়ক রেবেল, কাজ করতেন ‘ভাইজানের’ হয়ে

২৮ অক্টোবর অছিম পরিবহনে ছাত্রদলনেতার আগুনে প্রাণ যায় নাঈমের, যেভাবে রহস্য উদঘাটন

কেরাণীগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার 

সোনালী লাইফের বহিষ্কৃত সিইও মীর রাশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোস্ট গার্ডের অভিযানে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাকরির পরীক্ষার আগেই মিলত উত্তর, চুক্তি ১২-১৪ লাখ টাকায়: ডিবি

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :