রাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:০১
অ- অ+

রাজশাহীতে ট্রাকচাপায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে পবা উপজেলায় বড়গাছি রাজ কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষকের নাম মাসুদ রানা (৩৫) । তিনি বড়গাছি এলাকার মুত বছির উদ্দিন খানের ছেলে। মোহনপুর ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, কলেজশিক্ষক মাসুদ রানা একটি মোটরসাইকেলে চড়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। রাজ কোল্ড স্টোরের সামনে এলে বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক চাপায়ৃ ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা। মোটরসাইকেলে থাকা তার সঙ্গী গুরুতর আহত হয়েছেন।

ওসি জানান, মাসুদ রানার লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু চালক আর হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেয়র হিসেবে শপথ নিতে রিট করেননি ইশরাক হোসেন
প্রিমিয়ার ব্যাংক নিমতলা শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত
সাময়িক বরখাস্ত হলেন এএসপি রাজন কুমার সাহা
ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে রিট ইশরাকের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা