সাউথ্যাম্পটনকে হারিয়ে শীর্ষে চেলসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২১, ১১:৫০| আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১১:৫৪
অ- অ+

সাউথ্যাম্পটনের বিপক্ষে শুরুতে চেলসি দারুণভাবে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধ্বে পেনাল্টিতে ম্যাচ জমে ওঠে খেলা। অবশ্য হ্যাম্পশায়ারের ক্লাবটি শেষ দশ মিনিটে ২ গোল খেয়ে হেরে বসে ম্যাচটি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে উঠে পরে টমাস টুখেলের দল।

শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে বল দখলের পাশাপাশি আক্রমণেও ধার দেখিয়েছিল চেলসি। শুরুতে ট্র্যাভো শ্যালাবা দলকে এগিয়ে নিলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন জেমস ওয়ার্ড-প্রাউস। পরে তিনিই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ দিকে ১০ জনে পরিণত হওয়া দলের বিপক্ষে দারুণ দুই আক্রমণে ৩-১ ব্যবধানে জয় নেয় ইংলিশদের ক্লাবটি।

জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চেলসি। শেষ ম্যাচে তারা ম্যানসিটির বিপক্ষে হারলেও ৭ ম্যাচে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরেই রয়েছে। দুইয়ে ১৪ পয়েন্ট নিয়ে লিভারপুল। তিনে ম্যানচেস্টার ইউনাইটেড (১৪)। সাউদাম্পটন ৭ ম্যাচে ৪ ড্রতে ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বর অবস্থানে রয়েছে।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই সাউথ্যাম্পটনকে চেপে ধরে টমাস টুখেলের শীষ্যরা। চেলসির নেওয়া ১৫ শটের ৯টি লক্ষ্যে, গোল আসে তিনটিতে। বিপরীতে ৫টি শট নেওয়া সাউথ্যাম্পটনের টার্গেটে শট দুটি। বল দখলে ৩৮ শতাংশ অবস্থানে থাকা সাউথ্যাম্পটন ব্যস্ত ছিল চেলসির আক্রমণ সামলাতেই।

ম্যাচে চেলসি এগিয়ে যায় নবম মিনিটে। কর্নার থেকে রুবেন লফটাস-চিকের ফ্লিকে দূরের পোস্টে নিচু হয়ে হেডে জাল খুঁজে নেন শ্যালাবা। লিড পেয়ে আক্রমণের ধার বাড়ায় ব্লুরা। ৩৩তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েও হাত ছাড়া করে সফরকারীরা। খুব কাছে থেকেও হেড লক্ষ্যে রাখতে পারেননি থিও ওয়ালকট। তিন মিনিট পর বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি রোমেলু লুকাকু। ফাউল করার কারণে ৪১ মিনিটে ভেরনার হেডের গোলও বাতিল করে রেফারি।

দ্বিতীয়ার্ধ্বেও আক্রমণের ধার বজায় রাখে চেলসি। তবে ৬১তম মিনিটে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরায় ওয়ার্ড- প্রাউস। ইয়ান বেডনারেককে চেলসির চিলওয়েল ফাউল করলে পেনাল্টি পায় সাউথ্যাম্পটন। অবশ্য ৭৭তম মিনিটে সেই প্রাউসই দেখে লাল কার্ড। আর তাতেই ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

৮৪তম মিনিটে আজপিলিকুয়েটার নিচু ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন ভার্নার। ৮৬ মিনিটে লুকাকু বাড়ানো বলে আবার এগিয়ে নিতে পারতো লিভ্রামেন্টোর। তবে তার শট পোস্ট ঘেসে বেড়িয়ে যায়। তবে ৮৯ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন বেন চিলওয়েল। লুকাকুর শট ক্রসবারে লেগে ফিরে আসলে শট নেন চিলওয়েল। সেটাও অবশ্য রুখে দিয়েছিলেন ম্যাকার্থি। তবে গোল লাইন অতিক্রম করায় গোল পেয়ে যায় চেলসি।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে আগুন
কারামুক্ত হলেন মডেল মেঘনা আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা