বোয়ালমারীতে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে উদযাপিত হলো শেখ রাসেল দিবস।
পৌর মেয়র সেলিম রেজা লিপনের সভাপতিত্বে সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেল অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারিরা।
এছাড়া পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন- পৌর মেয়র সেলিম রেজা লিপন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্যানেল মেয়র মোমিন খান, কাউন্সিলর বিপ্লব মিয়া, আব্দুস সামাদ খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আকবরসহ অনেকে।
(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এসএ)

মন্তব্য করুন