যশোরে অজ্ঞাত পুরুষের বিবস্ত্র লাশ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ২১:২৭
অ- অ+

যশোরের পদ্মবিলা এলাকা থেকে অজ্ঞাত পুরুষের (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের উপপরিদর্শক সুপ্রভাত মন্ডল জানান, সাড়ে ৯টার দিকে পদ্মবিলা ব্রিজের নিচে বিবস্ত্র অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যেয়ে সুরতহাল তৈরি করে। পরে লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার     
মিরপুরের কসমো স্কুলের আগুন নিয়ন্ত্রণে
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা