পীরগঞ্জে জেলেপল্লীতে আগুন: আরও ১৩ জন রিমান্ডে

রংপুর ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:০১ | প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২১, ১৫:৩০

রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে জেলেপল্লীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহীর আদালতে তাদের হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৩৭ আসামিকে তিন দিনের রিমান্ড পেয়েছিল পুলিশ।

পীরগঞ্জ আমলি আদালতের সাধারণ নিবন্ধক শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি জেলায় প্রতিমা, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই গত ১৭ অক্টোবর রাতে পীরগঞ্জের রামনাথপুর উত্তরপাড়া হিন্দুপল্লীতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় হিন্দুদের বাড়িঘর। দেওয়া হয় আগুন। লুটপাটও করা হয় এসব বাড়িতে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি মামলা হয়। এছাড়া অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা হয় একটি মামলা। এসব মামলায় মোট ৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। আটকদের মধ্যে আজ যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদের আটক করা হয়েছে ঘটনার একদিন পর।

অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ঘটনার এক দিন পর আজ রিমান্ড মঞ্জুর হওয়া ১৩ আসামিকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে সে কারণে তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড দেয়।

ঢাকাটাইমস/২৫অক্টোবর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

বাউফলে জেলেদের ভিজিএফের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ

দেশের আলোচিত কিশোরী ইয়াসমিনের মা শরিফা বেগমের অস্বাভাবিক মৃত্যু!

তরুণীর প্রেমের জাল, ডিবি ও সাংবাদিক পরিচয়ে সর্বস্ব লুট: গ্রেপ্তার ৭

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :