হঠাৎ বউয়ের সাজে বুবলী, ঘটনা কী?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২১, ১৮:২৭
অ- অ+

পরিবেশটা বিয়ে বাড়ির। বধূ বেশে বসে আছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। হঠাৎ দেখলে মনে হবে বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা। তবে না! তার এই কনে সাজ মূলত একটি ফ্যাশন হাউজের ফটোশুটের জন্য। বুধবার রাজধানীর উত্তরায় রয়েল মালাবার কার্যালয়ে ফটোশুটে অংশ নেন বুবলী।

এ সময় গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করেন নায়িকা। নাঈম আহমেদের ক্যামেরায় সেট ডিজাইন করেন ঝলক মাহমুদ। এর আগে রয়েল মালাবারের ফটোশুটে অংশ নিয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘নরমালি ভারী ড্রেস পরলে অস্বস্তি লাগে। কিন্তু রয়েল মালাবারের ড্রেসগুলো কমফোর্ট, মনেই হয় না এত ভারি। খুবই আরামদায়ক। অনেক আগে একটা ফ্যাশন হাউজের ফটোশুট করেছি। সেখানে একটি মাত্র ড্রেস পরেছি। দীর্ঘদিন পরে আবার শুট করলাম। ভালো লেগেছে।’

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার। এর পরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি।

টানা ১১টি সিনেমায় জুটি বাঁধেন তারা। মুক্তির অপেক্ষায় থাকা ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান। এছাড়া সম্প্রতি শাপলা মিডিয়া প্রযোজিত ‘চোখ’ মুক্তি পায়। সেখানে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন ও জিয়াউল রোশান। পাশাপাশি ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতেও নিরবের বিপরীতে অভিনয় করেছেন এই নায়িকা।

ঢাকাটাইমস/০৪নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ
কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা