বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে আ.লীগ নেতা খুন, আহত ২

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ২৩:০৩
অ- অ+

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়া এলাকার ক্যাংঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

গুলিতে নিহত উথোয়াই নু মারমা (৪২) স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় তার স্ত্রী উনুচিং মারমা (৩৬) ও আরেকজন প্রতিবেশী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানিয়েছেন, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাটে গরু চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
নীলফামারীতে ইটবোঝাই ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
হত্যাচেষ্টা মামলায় কারাগারে নুসরাত ফারিয়া
আদালতে নুসরাত ফারিয়া, রাখা হলো হাজতখানায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা