অপহরণের তিন দিন পর ভুক্তভোগী উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ২০:১৯
অ- অ+

রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহরণের তিন দিন পর ভুক্তভোগী নারীসহ এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৪। তার নাম মো. আল আমিন। শনিবার সন্ধ্যায় র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৪ এর একটি দল গতকাল শুক্রবার রাত নয়টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে এক অপহৃত নারীকে উদ্ধার করেছে। এছাড়াও অপহরণের অভিযোগে মো. আল- আমিন নামের এক অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৩ নভেম্বর বেলা ১১ টার দিকে সাভারের কাউন্দিয়া প্রি-ক্যাডেট দাখিল মাদ্রাসা মেইন গেইটের সামনে থেকে এক নারীকে জোর করে একটি অজ্ঞাত নম্বরের সিএনজিতে উঠিয়ে অপহরন করে নিয়ে যায় আল আমিন।

র‌্যাব সদস্যরা ওই ভুক্তভোগী নারীকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, গত ২৩ নভেম্বর আল আমিন সহ অজ্ঞাতনামা আরো দুই থেকে তিনজনের সহযোগিতায় জোরপূর্বক অপহরন করে মিরপুরের তার দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় আটকে রাখে। সেখানে গত ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ওই নারীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেছে।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
খন্ড খন্ড মিছিল আর স্লোগানে সমাবেশস্থলে আসছে নেতাকর্মীরা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা