ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ২২:০৩
অ- অ+

সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনায় আশরাফুল ইসলাম আরিফ (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৪।

সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান। এর আগে সকালে আশুলিয়ার বসুন্ধরা এলাকার নয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম আরিফ জামালপুর জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী আশুলিয়ার স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। ফেসবুকে পরিচয়ের সূত্রে অভিযুক্ত আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৪ এপ্রিল কাজী অফিসে নেওয়ার কথা বলে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে ধর্ষণ করে ভুক্তভোগীকে বাসায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন ভয় দেখিয়ে বর্ণিত সেই ফ্ল্যাটে নিয়ে আরও তিনবার ধর্ষণ করে আরিফ।

র‌্যাব জানায়, গত ১৬ নভেম্বর ভুক্তভোগীর বাবা র‌্যাব-৪ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামিকে ধরতে ছায়া তদন্ত শুরু করে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আরিফকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা মিলেছে।

সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন বলেন, আরিফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেএমপির কমিশনারকে অপসারণে বিক্ষোভ ছাত্র-জনতার: অবগত করলেন প্রেস সচিবকে
সরাসরি সাধারণ শিক্ষার্থীদের ভোটে চার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা নির্বাচিত
মুগদায় ৪০ কেজি গাঁজা-পিকআপসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর দেশ গণতন্ত্রের পথে হাঁটছে’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা