দিনের শুরুতেই ফিরলেন আজহার-বাবর
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১১:১৮| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:২৯

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুই দিন খেলা বন্ধ থাকার পর আবারও মাঠে গড়িয়েছে বল। আর চতুর্থ দিনের শুরুতেই সাজঘরে ফিরলেন দুই হাফ-সেঞ্চুরিয়ান আজহার আলি এবং বাবর আজম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১৯৮ রান।
এখন শূন্যরানে রিজওয়ান এবং ১ রানে ফাওয়াদ অপরাজিত রয়েছেন।
বৃষ্টির এবং আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের তৃতীয় সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে কোনো ৬.২ ওভার খেলার পরপরই আবারও বৃষ্টি নামলে ওখানেই দিনশেষ হয়। আর চতুর্থদিনে তো মাঠেই আসা হয়নি ক্রিকেটারদের।
(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এমএম)

মন্তব্য করুন