হোটেল থেকে পালিয়ে ‘আত্মগোপনে’ মুরাদ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:০২ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

চলচ্চিত্র অভিনেত্রীর সঙ্গে অশ্লীল কথোপকথন ফাঁসের পর রবিবার রাতেই ঢাকা ছেড়ে চট্টগ্রামে যান সদ্য পদত্যাগ করা বিতর্কিত প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেখানে ওঠেন একটি পাঁচতারকা হোটেলে। পদ হারাতে পারেন কিংবা নিজের অবস্থা বেগতিক বুঝতে পেরে কাউকে কিছু না বলে সেই হোটেল থেকে সটকে পড়েছেন তিনি। বন্ধ রয়েছে ব্যক্তিগত মোবাইল ফোনও।

নাম প্রকাশ না শর্তে চট্টগ্রাম রেডিসন ব্লু’র একাধিক কর্মকর্তা ঢাকা টাইমসকে জানান, সোমবার মুরাদ হাসান তাদের পাঁচতারকা হোটেলে ওঠেন। তবে রাতেই তিনি কাউকে কিছু না জানিয়ে হোটেল ছেড়ে চলে যান।

সূত্রটি বলছে, ডা. মুরাদ হাসান আগেই হোটেলের একরাতের বিল পরিশোধ করেছিলেন। রাতে হোটেল থেকে বের হওয়ার সময় নিয়মানুযায়ী চেকআউট করার কথা থাকলেও তিনি তা না করেই চলে গেছেন।

এর আগে সোমবার দুপুরে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মুরাদ।

এদিকে রেডিসন ব্লু বে ভিউ হোটেলের ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা রাফাত সালমান গণমাধ্যমে বলেন, সোমবার নাগাদ মুরাদ হাসান আমাদের হোটেলে এসেছিলেন। আগেই একটি রুম অগ্রিম ভাড়া করা ছিল, সেখানেই তিনি ওঠেন। তবে মধ্যরাতের আগে কাউকে কিছু না বলে তিনি চলে যান। আমাদের অভ্যর্থনার দায়িত্বে থাকা কেউই ওনার হোটেল ছাড়ার বিষয়টি জানতেন না।

আইনশৃঙ্খলাবাহিনীর অপর একটি সূত্র বলছে, ডা. মুরাদ হাসানের চট্টগ্রামে আসার বিষয় আগে থেকে তাদের কিছু বলা হয়নি। তাই সরকারি নিয়ম অনুযায়ী কোনো প্রটোকলও দেওয়া হয়নি। পরে তারা প্রতিমন্ত্রীর চট্টগ্রামের অবস্থানের কথা জানতে পারেন। কিন্তু হোটেলে গিয়ে তার খোঁজ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

অবশেষে রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ক্ষমতায় থাকায় মানুষের জীবনমান উন্নত, সংসদে প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে ১৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বজ্রপাতে চট্টগ্রাম বিভাগে প্রাণ গেল ছয়জনের

চলতি মাসে আরও দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে

পরিবেশ রক্ষায় প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিক আক্রমণের শিকার হলে সুরক্ষা পাবেন: তথ্য প্রতিমন্ত্রী 

উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের প্রভাব ঠেকাতে স্পিকারকে ইসির চিঠি

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা 

আইএমএফের জ্বালানি বিষয়ক পরামর্শের সঙ্গে একমত নয় ক্যাব

এই বিভাগের সব খবর

শিরোনাম :