ক্ষমা চাওয়ার পোস্টে এ কী কমেন্ট করলেন মুরাদ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৮

মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো ডা. মুরাদ হাসান নিজের অসৌজন্যমূলক আচরণের বিষয়ে ক্ষমা চেয়ে ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে করা ওই পোস্টের নিচে ভিন্ন অ্যাকাউন্ট থেকে নিজের পক্ষে কমেন্ট করতে চেয়েছিলেন মুরাদ হাসান। কিন্তু লগআউট না করায় নিজের আইডি থেকে কমেন্ট হয়ে যাওয়ায় তা নিয়ে হাস্যরস করছেন নেটিজেনরা।

মুরাদ হাসান নিজের আইডিতে লেখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’

তিনি আরও লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।’

এই পোস্ট করার তিন ঘণ্টা পর পোস্টের নিচে তার আইডি থেকেই একটি কমেন্ট করা হয়। যেখানে মুরাদ হাসান লিখেছেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।’

ধারণা করা হচ্ছে, অন্য আইডি থেকে নিজেকে সহমর্মিতা জানাতে বা নিজের পক্ষপাতিত্ব করতে তিনি নিজেই এই কমেন্ট করেছেন। কিন্তু অন্য আইডি থেকে কমেন্ট করার বদলে ভুলবশত নিজের আইডি থেকে কমেন্টটি করে বসেছেন এই সংসদ সদস্য।

সন্ধ্যা নাগাদ কমেন্টটিতে দুই হাজার ফিরতি কমেন্ট পড়েছে। যেখানে ডা. মুরাদ হাসানের কড়া সমালোচনা করছেন নেটিজেনরা।

সাইদুল ইসলাম মিসবাহ নামে একজন কমেন্টের উত্তর দিতে গিয়ে লিখেছেন, ‘ফেইক আইডি দিয়ে কমেন্ট করলে লগআউট করতে হয়।’

হাসান মাহমুদ নামে একজন লিখেছেন, ‘এটা কিভাবে সম্ভব উনার পেইজ কি স্ক্যাম হয়েছে? উত্তর- না। উনি ফেইক আইডি থেকে উনার সাপোর্ট নিয়ে কমেন্ট করতে গিয়ে ভুল করে পেইজ থেকে উনি কমেন্ট করে ফেলেছেন। কারণ ওই ফেইক আইডিতে উনার পেইজ এক্সেস করা ছিল।’

মো. রায়হানুল ইসলাম রাজ নামে একজন লিখেছেন, ‘নিজের পোস্টে নিজের এইরকম কমেন্ট। ভুলে নিজের তেল নিজেই মারলেন নাকি?’

মো. সোহেল হোসেন লিখেছেন, ‘তুমি তো দেখছি এখনও ভুলের মধ্যে, নিজের পেইজে নিজেই এমন কমেন্ট! এটা তো অন্য কেউ বলার কথা ছিল কিন্তু তুমি বললা কেন?’

বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত শুধু ডা. মুরাদের কমেন্টের বিপরীতে দুই হাজারের বেশি কমেন্ট করেছেন নেটিজেনরা।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন: সিমিন হোসেন

স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা: প্রতিমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য: গবেষণা

প্রথম ধাপে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি

প্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী পলক

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার, না মানলে ব্যবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :