সাংসদ-অভিনেত্রী মিমি ও নুসরাতকে শোকজ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩:০৩
অ- অ+

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আপাতত তাদের পাখির চোখ লোকসভা ভোট। তাই কোমর বেঁধে লেগে পড়েছেন দলের সদস্যরা। এমনকী, দলের নেতা-মন্ত্রীদেরও আদা-জল খেয়ে লেগে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার এক বিশেষ আলোচনা সভার ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য অধিবেশনের বাদবাকি দিনগুলোতে দলের গতিপ্রকৃতি কী হবে তার একটা নকশা তৈরি করা। অভিষেকের ডাকা ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছিল সব সাংসদকেই।

তবে দলের নির্দেশ অমান্য করে অনেকেই অভিষেকের বৈঠকে হাজির ছিলেন না। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় নাম আছে দুই তারকা সংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের।

দলীয় সূত্রে খবর, অভিষেক ক্ষুব্ধ হয়েছেন দুই অভিনেত্রীর ওপর। মঙ্গলবারের সভায় তাদের অনুপস্থিতির কারণও জানতে চেয়েছেন তিনি। দলের তরফ থেকে শোকজ করা হয়েছে মিমি ও নুসরাতকে।

টলিউড সূত্রে খবর, মিমি চক্রবর্তী শ্যুটিংয়ের জন্য বর্তমানে রাজস্থানে রয়েছেন। তাই তার পক্ষে দলের মিটিংয়ে যোগ দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, নুসরাতের বৈঠকে না যাওয়ার কারণ স্পষ্ট নয় কারও কাছেই।

প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনের শুরুতেও বিরোধী নেতা শশী থারুরের সঙ্গে সেলফি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই দুই তারকা। এখন রাগিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে! দল যে নুসরাত আর মিমির ওপর ক্ষুদ্ধ, সে বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা