অরুণার ফোন পেয়ে উচ্ছ্বসিত সিয়াম

গত ১২ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। এখানে ‘পোড়ামন টু’ খ্যাত নায়কের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী নোভা ফিরোজ। রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ‘মৃধা বনাম মৃধা’ পরিচালনা করেছেন বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক।
এই ছবি দেখে চিত্রনায়ক সিয়ামকে ফোন করেছেন সেন্স বোর্ডের সদস্য ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। তিনি নায়কের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। পাশাপাশি কিছু দিক নির্দেশনাও দিয়েছেন। গণমাধ্যমকে এই কথা সিয়ামই জানিয়েছেন। পাশাপাশি তিনি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।
সিয়াম বলেন, ‘ঘটনাটা ব্যাখ্যা করা আমার জন্য একটু কঠিন। অরুণা ম্যামের সঙ্গে আমার অভিভাবক আর সন্তানের মতো সম্পর্ক। তিনি ফোন দিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। অভিনয় নিয়ে প্রশংসা করেছেন। আবার এটাও বলেছেন, কোথায় আরও কাজ করার সুযোগ আছে। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে।’
এদিকে, ‘মৃধা বনাম মৃধা’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নোভার। ছবিটির সেন্সর সনদ পাওয়ার পর নির্মাতা রনি ভৌমিক বলেছেন, ‘আনকাট ছাড়পত্র পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। খুবই ভালো লাগছে। শিগগির ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’
ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এএইচ

মন্তব্য করুন